সুস্থ্য সমাজ, মাদক মুক্ত তরুণ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নাই- নাসির উদ্দীন তালুকদার

Raozan IT

কামরুল ইসলাম বাবু : 

মাদকমুক্ত সুস্থ্য সমাজ গঠনে তরুণদের অগ্রহী ভূমিকা পালন করতে হবে। সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি চর্চার মাধ্যমে আগামী দিনে তরুণদের দেশ গড়ার জন্য তৈয়রী হতে হবে।

রাউজানে প্রথম ফুটসাল টার্ফ টুর্নামেন্ট এর উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম উত্তর জেলা গণসংহতি আন্দোলনের আহবায়ক, তরুণ সমাজ সেবক নাসির উদ্দিন তালুকদার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

৪ ডিসেম্বর বুধবার বিকাল ৩ টায় রাউজানে পাহাড়তলীতে ফোর সি স্পোর্টস এরিনায় টার্ফে ফুটসাল টার্ফ টুর্নামেন্ট উদ্বোধন হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   চান্দগাঁও থানা গণসংহতি আন্দোলন আহ্বায়ক ইকবাল মাসুদ।

ফোর সি এর পরিচালক নাজমুল হাসান আসিফ এর সভাপতিত্বে  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিটন মহাজন, সাজ্জাদ হোসেন, জয়ন্ত জয়, জাকির হোসেন।

উদ্বোধনী পর্বে অংশ নেন রাঙ্গুনীয়া হরিহর স্পোর্টিং ক্লাব ও আরাফাত একাদশ রাউজান।

AL Sheraz