রাউজানের মুসলিম, হিন্দু,বৌদ্ধ সকলেই এক পরিবারের সদস্য: গিয়াস কাদের চৌধুরী

Raozan IT

রাউজান নিউজ ডেক্স:

রাউজানে অন্নদা ঠাকুরের ১৩৪তম জন্মতিথী উপলক্ষে আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন রাউজানের মানুষ যুগে যুগে অস্প্রদায়িক চেতনা বিশ্বাসী। আমরা সকল ধর্মবর্ণের মানুষ এক পরিবারের সদস্য। আদিকাল থেকে চলে আসা আমাদের এই ঔতিহ্য ধরে রাখতে হবে।

সকলকে সর্তক থাকতে হবে যাতে আমাদের ঐতিহ্যগত ভ্রাতৃত্বের বন্ধন কেউ ছিন্ন করতে না পারে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) উত্তর গুজরা আদ্যাপীঠ মন্দির প্রাঙ্গনে বিশাল সমাবেশে নারী পুরুষদের উদেশ্যে বলেন রাখতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

আদ্যাপীঠ ট্রাষ্টি বোর্ডের সভাপতি দীলিপ মজুমদারের সভাপতিত্বে ও ট্রাষ্টি সদস্য কাঞ্চন তালুকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ট্রাষ্টি সদস্য বরুন মজুমদার, অনুপ বিশ্বাস, রামকৃষ্ণ মিশন রাউজানের সাবেক সম্পাদক প্রণব চৌধুরী, সাবেক চেয়ারম্যান ডাঃ মনোর্ঞ্জন মুহূরী, সাবেক চেয়ারম্যান টিপু চৌধুরী, বি, এন, পি নেতা ফিরোজ আহমেদ, সমাজ সেবক টিপু চৌধুরী।

উপস্থিত ছিলেন রাউজান রামকৃষ্ণ মিশনের সভাপতি কাঞ্চন দেব, বিপ্লব কান্তি দাশ প্রমুখ।

AL Sheraz