গাউসুল আজম মাইজভাণ্ডারী স্মারক সেমিনার ও জ্ঞানভাণ্ডার প্রকাশনার লেখক সম্মাননাঃ আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী-চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির আয়োজনে হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী’র মহান ১০ মাঘ ১১৯ তম ওরশ শরীফ উপলক্ষে ১ মাঘ, ১৫ জানুয়ারী রোজ সোমবার, বাদ আসর হতে, চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে “গাউসুল আজম মাইজভাণ্ডারী স্মারক সেমিনার ও জ্ঞানভাণ্ডার প্রকাশনার লেখক সম্মাননা-২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেমিনারে প্রধান মেহমান হিসেবে ছদারত করছেন মোন্তাজেম ও সাজ্জাদানশীনে দরবার আলহাজ্ব শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী ও বিশেষ মেহমান হিসেবে ছদারত করছেন আলহাজ্ব শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।
এতে দরবারে কামালিয়া শরীফের সাজ্জাদানশীন ও প্রতিষ্ঠাতা মোন্তাজেম পীরে ত্বরিকত, বিশিষ্ট গ্রন্থকার, ইসলামী চিন্তাবিদ ও গবেষক হযরতুলহাজ্ব শাহ্সুফী সৈয়দ সিদ্দিক রেজা (মাঃজিঃআঃ) কে সম্মাননা স্মরক তুলে দেন আওলাদে গাউসুল আজম মাইজভান্ডারী সৈয়দ আহমেদ হোসাইন শাহরিয়ার মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী ও সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।
এতে দেশ বরণ্য বহু উলামায়ে কেরাম ও আশেকানে গাউসুল আজম মাইজভাণ্ডারী উপস্থিত ছিলেন। আগামী ২১শে জানুয়ারি দরবারে কামালিয়া শরীফের বার্ষিক ওরশ শরীফ যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠিতা মোন্তাজেম মোহতরম এর পক্ষ থেকে সকলের প্রতি দাওয়াত রহিলো।