গাউছিয়া কমিটি নোয়াপাড়া ইউনিয়ন শাখার শোহদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত

Raozan IT

গাউছিয়া কমিটি নোয়াপাড়া ইউনিয়ন শাখার শোহদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিতঃ গাউছিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ রাউজান শাখার আওতাধীন নোয়াপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র শোহদায়ে কারবালা স্মরণে আজিমুশশান মিলাদ মাহফিল ও আওলাদে রাসূল, মুর্শিদে বরহক আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ)-এর ৩৩তম বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুলাই, শনিবার রাতে নোয়াপাড়া পথের হাটস্থ এম কে কমপ্লেক্স প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ নোয়াপাড়া ইউনিয়ন শাখার সভাপতি অধ্যাপক ওমর ফারুক।

প্রধান বক্তা ও আলোচকগণ:

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরাতুলহাজ্ব আল্লামা মুফতি আহমদ উল্লাহ ফোরকান আলকাদেরী।
এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা তৈয়ব্যিয়া অদুদিয়া সুন্নিয়া মাদ্রাসার আরবি প্রভাষক হযরাতুলহাজ্ব সৈয়দ শওকত হোসেন রজভী।
অন্য আলোচকদের মধ্যে ছিলেন:

  • হাফেজ মাওলানা আজিজ উদ্দিন আলকাদেরী – ভারপ্রাপ্ত সুপার, নোয়াপাড়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা

  • মাওলানা সালাউদ্দিন কাদেরী – আরবি প্রভাষক, তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা

  • মাওলানা মুহাম্মদ আসিফ রায়হান কাদেরী

প্রতিদিন রাউজানের খবর পেতে ভিজিট করুনঃ রাউজান নিউজ 

সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ:

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • আলহাজ্ব আবু বক্কর সওদাগর – সভাপতি, গাউছিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ রাউজান শাখা

  • অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন – সহ-সভাপতি

  • হাবিবুল ইসলাম চৌধুরী, আহমদ সৈয়দ, মোহাম্মদ হানিফ

  • নাজিম উদ্দিন আমির – খায়েজ আহমদ শপিং সেন্টারের স্বত্বাধিকারী

অন্যান্য অতিথিবৃন্দ:

মাহফিলে আরও উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটির বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ:

  • জাহাঙ্গীর আলম – সভাপতি, পূর্ব গুজরা ইউনিয়ন

  • আজম কোম্পানি – ভারপ্রাপ্ত সভাপতি, পশ্চিম গুজরা ইউনিয়ন

  • সেকান্দর – সাধারণ সম্পাদক, পশ্চিম গুজরা

  • মফিজ শাহ – সভাপতি, উরকিরচর ইউনিয়ন

  • জসিম উদ্দিন – সহ-সভাপতি, নোয়াপাড়া শাখা

  • নাসিম, স. ম. নজরুল ইসলাম, শফিউল আলম, ইউনুছ, হোসেন, রায়হান, নেজাম উদ্দিন, আবুল কালাম, নয়ন, রাশেদ, নাইমুর রহমান নয়ন, আজিজ, মফিজ, আসিফ, রিয়াদ প্রমুখ

অনুষ্ঠান পরিচালনা ও দোয়া:

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মুহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ জাহেদুল হক ও জসিম উদ্দিন মাস্টার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অর্থ সম্পাদক আবদুল আল মামুন, জোবায়দুল ইসলাম রাকিব, মোহাম্মদ তানবির ও নাহিদুল ইসলাম রিপন।

মাহফিলের শেষপর্বে জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা এর শিক্ষার্থী কফিল উদ্দিন সালামী পরিবেশন করেন। এরপর দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

AL Sheraz