
রাউজান: দক্ষিণ রাউজানের আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান হযরত হাছিঁ ফকির (রহঃ) সুন্নিয়া আলিম মাদ্রাসার অর্ধবাষিকী পরীক্ষার ফলাফল প্রকাশ, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ সহ উত্তীর্ণ শিক্ষার্থীদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকালে মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে হযরত হাছিঁ ফকির (রহঃ) সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি সাইফুল ইসলাম আল কাদেরীর সভাপতিত্বে ও মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা লিয়াকত আলীর সন্চলনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন হযরত হাছিঁ ফকির (রহঃ) সুন্নিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা রেজাউল করিম।
বিশেষ বক্তা হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরবি প্রভাষক মাওলানা নঈমুল হক নঈমী, মাওলানা কাউছারুল আনোয়ার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুনুর রশিদ, আলহাজ্ব নুর মোহাম্মদ সওদাগর, মো. ফারুক সওদাগর, মো.আনোয়ার পাশা, আহলে সুন্নাত ওয়াল জামায়াত রাউজান দক্ষিণের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, মাওলানা আবুল কাশেম।
এসময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও উপহার তুলে দেন অতিথিবৃন্দরা।
মাদ্রাসার অধ্যক্ষ মুফতি সাইফুল ইসলাম আল কাদেরীর বলেন, শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে আমাদের প্রতিষ্ঠান। ভালো ফলাফল অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফসল। পাশাপাশি শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, এলাকাবাসীসহ মাদরাসার প্রতি সহযোগিতার কারণে মাদ্রাসাটি দিন দিন সফলতা অর্জন করে যাচ্ছে।
তিনি বলেন ভবিষ্যতেও ধারাবাহিক ভালো ফলাফল অর্জনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। পরে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পূর্ণ হয়।
এবি/হামজা
