রাউজানে জন দুর্ভোগ লাঘবে প্রবাসী ব্যবসায়ী জসিম উদ্দিনের উদ্যােগ, ৩০ কোটি টাকায় ৩ টি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

রাউজান নিউজ ডেক্স:

চট্টগ্রামের রাউজানের ব্যক্তি উদ্যােগে ৩০ কোটি টাকা ব্যয়ে প্রায় ৪ কিলোমিটার ৩ টি আরসিসি পাথর ঢালায় সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সড়কগুলো হলো নোয়াপাড়া ইউনিয়নের কাপ্তাই সড়ক সংলগ্ন পথেরহাট বাজার থেকে চৌধুরীহাট মোড় পর্যন্ত সড়ক, নিরামিশপাড়া লালমিয়া টেন্ডল সড়ক এবং চৌধুরীহাট থেকে ঘাটকুল সড়ক।

সড়কগুলোর পূর্ণ নির্মাণের এই উদ্যােগ নিয়েছেন নোয়াপাড়া ইউনিয়নের সামমাহালদার পাড়ার স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানাগেছে, বিগত এক দশকের বেশী সময় ধরে সড়কগুলো সরকারীভাবে সংস্কার কাজ না করায় স্থানে স্থানে খাদ হয়ে যায়। এতে যান চলাচলে জনদুর্ভোগ সৃষ্টি হয়। একারণে ওই ৩ টি সড়ক দীর্ঘস্থায়ী টেকসই সড়ক করার এ উদ্যােগ নেন পর পর ৬ বার সেরা রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে বাংলাদেশ ব্যাংক থেকে পুরস্কার পাওয়া প্রবাসী ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন।

আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন ফাউন্ডেশন সূত্রে জানাগেছে, সড়কটি পাশে ১৪ থেকে ১৮ ফুট পর্যন্ত প্রশস্ত করা হচ্ছে। যার সম্পূর্ণ খরচ এককভাবে প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিনের ব্যক্তিগত অর্থ্যায়ণে করা হচ্ছে। তবে কর্তৃপক্ষ এই কাজে কত টাকা ব্যয় হচ্ছে তা প্রকাশ করতে চাননা। আগামী এক মাসের মধ্যে এই সড়ক নির্মাণের কাজ সম্পন্ন করা হবে।

আজ শুক্রবার সকালে নোয়াপাড়া পথেরহাটের মোড় হতে নোয়াপাড়া চৌধুরীহাট ও নিরামিশ পাড়া সড়কটির কাজ উদ্বোধন করা হয়। একইদিন জুমার নামাজের পর নিমাণকাজের উদ্বোধন করা হয় চৌধুরীহাট থেকে ঘাটকুল সড়কটির।

অতিথি থেকে সড়কগুলোর কাজ উদ্বোধন করেন সড়ক পূর্ণনিমাণের উদ্যােক্তা মোহাম্মদ জসিম উদ্দিনের বড় ভাই ব্যবসায়ী আলহাজ মুহাম্মদ রফিক, আলহাজ মুহাম্মদ মোকতার আহমদ, আলহাজ মুহাম্মদ আবু তাহের, জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ও নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, জসিম উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক আলহাজ মুহাম্মদ ইয়াছিন, ফারুকে আজম। উপস্থিত ছিলেন প্রবাসী বিএনপি নেতা জসিম উদ্দিন, ব্যবসায়ী আলহাজ আহমদুল হক, সরোয়ার হোসাইন, মাওলানা ফরিদুল ইসলাম আনসারী, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন, নুরুল আবসার মেম্বার, আলহাজ আবু বক্কর সওদাগর, জসিম উদ্দিন মেম্বার, মনজুর হোসেন, ব্যবসায়ী দিদারুল আলম, প্রকৌশলী মুহাম্মদ নুর আম্বিয়া, ইউপি সদস্য মাসুদ পারভেজ, মুহাম্মদ আলী, ফিরোজ আহমদ, মুহাম্মদ এসকান্দর আলম প্রমুখ।

এসময় দোয়া ও মোনাজাত করেন সামমাহালদার পাড়া তাকওয়া জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি হাফেজ মুহাম্মদ ইব্রাহিম।

জানতে চাইলে স্থানীয় বাসিন্দারা বলেন, এই সড়ক গুলো দীর্ঘদিন অবহেলিত থাকায় যান চলাচলে দুর্ভোগে ছিলো ৬ থেকে ৮ গ্রামের অন্তত ৩০ হাজার মানুষ। ব্যক্তি উদ্যােগে এরকম এত বিপুল ব্যয়ে সড়ক নির্মাণের কাজের রেকর্ড এদেশে খুবই কম।

ছবির ক্যাপশন- চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের কাপ্তাই সড়কের নোয়াপাড়া চৌধুরীহাট সড়কের জন দুর্ভোগ লাঘবে প্রবাসী ব্যবসায়ী জসিম উদ্দিনের অর্থায়নে ৩০ কোটি টাকায় ৩ কিলোমিটার আরসিসি পথর ঢালায় সড়ক নির্মাণের কাজের উদ্বোধন করছেন জসিম উদ্দিন ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা।

AL Sheraz