সাংবাদিক হোসাইন জিয়াদের উপর হামলার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা

রাউজান নিউজ ডেক্স:

সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে পেশাগত দায়িত্ব পালন কালে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধাস হোসাইন জিয়াদ এবং ক্যামেরা পার্সন পারভেজ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

৬ অক্টোবর সোমবার বিকেল সাড়ে তিন ঘটিকায় রাউজান উপজেলা সদরের জলিলনগরস্থ সংগঠনের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রেসক্লাব সভাপতি এম বেলাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ সভাপতি হাবিবুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন, যুগ্ম সম্পাদক আমির হামজা, অর্থ সস্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া।

প্রতিবাদ সভায় বক্তারা সারাদেশে সাংবাদিক নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, একের পর এক গণমাধ্যম কর্মীদের উপর যেভাবে হামলা ও নির্যাতনের ঘটনা ঘটছে তাতে করে সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে ঝুঁকি বাড়ছে।

প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা সাংবাদিক হোসাইন জিয়াদ ও মোঃ পারভেজের উপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান।

AL Sheraz

One thought on “সাংবাদিক হোসাইন জিয়াদের উপর হামলার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা

Comments are closed.