কুরআন অবমাননা: রাউজানে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও ব্লাসফেমি আইন পাসের দাবি

মহাগ্রন্থ আল-কুরআন অবমাননাকারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ এবং জাতীয় সংসদে অবিলম্বে ‘ব্লাসফেমি আইন’ পাসের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ, রাউজান উপজেলার উদ্যোগে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ রাউজান নোয়াপাড়া পথের হাট চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পাহাড়তলী থেকে নোয়াপাড়া পথের হাট চত্বর এবং উরকিরচর থেকে নোয়াপাড়া চত্বর পর্যন্ত প্রদক্ষিণ করে। এতে রাউজান উপজেলার সর্বস্তরের মুসলিম উম্মাহ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আরো পড়ুনঃ সাংবাদিক হোসাইন জিয়াদের উপর হামলার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা

সমাবেশে সভাপতিত্ব করেন এবং বিশেষ দোয়া পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা সেহাবুদ্দীন সাহেব।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম। পবিত্র কুরআন তেলাওয়াত করেন দাওয়াহ সম্পাদক মাওলানা আবু বকর। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সঞ্চালনার দায়িত্ব পালন করেন রাউজান উপজেলা হেফাজতের সহ-অর্থ সম্পাদক মাওলানা কেফায়েত উল্লাহ এবং সহ-তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ বিন মুত্তালিব।

বক্তব্যে বক্তারা ধর্ম অবমাননাকারী ছাত্র অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান এবং ভবিষ্যতে যাতে কেউ এই ধরনের ধৃষ্টতা দেখাতে না পারে, সেজন্য জাতীয় সংসদে অবিলম্বে ব্লাসফেমি আইন পাসের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আরোঃ রাউজানে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন উপদেষ্টা মাওলানা আব্দুস ছমি, মাওলানা আব্দুল হামীদ, মাওলানা মুজাহিদ, মাওলানা ফয়জুল মোস্তফা, মাওলানা নিজামউদ্দীন, মাওলানা নুরুল কবির, মাওলানা আহমেদ উল্লাহ, মাওলানা জয়নাল আব্দীন, মাওলানা আব্দুল্লাহ মাষ্টার হারুন। মুহাম্মদ খোরশেদ, মুহাম্মদ পারভেজ, মুহাম্মদ হারুন সওদাগর, মুহাম্মদ আবুতাহের, মুহাম্মদ ঈসা, মুহাম্মদ মনসুর, মুহাম্মদ ইয়াছিন মুহাম্মদ রিমন সহ হেফাজতে ইসলাম রাউজান উপজেলার অন্যান্য দায়িত্বশীল ও বিপুল সংখ্যক মুসলিম উম্মাহ উপস্থিত ছিলেন।

AL Sheraz