
রাউজান নিউজ ডেক্স :
রাউজান উপজেলার দক্ষিণাংশে নোয়াপাড়ায় ব্যক্তি উদ্যােগে ৩০ কোটি টাকা ব্যয়ে দীর্ঘ ৩ কিলোমিটার আলহাজ জসিম উদ্দিন সড়ক-৪ এর আরসিসি পাথর ঢালায় কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ (২৪ অক্টোবর) শুক্রবার সকালে স্থানীয় নিরামিশ পাড়া জামে মসজিদ এলাকা থেকে দোয়া মোনাজাতের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন সমাজ ও জনকল্যাণ মূলক স্বেচ্ছাসেবী সংস্থা আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা।
এই সড়ক উন্নয়নের সম্পূর্ণ খরচের অর্থায়ণ করছেন বাংলাদেশ ব্যাংক থেকে ৬ বার সেরা রেমিটেন্স প্রেরণকারী হিসেবে পুরস্কার পাওয়া সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ব্যবসায়ী নোয়াপাড়া ইউনিয়নের সামমাহালদার পাড়ার স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ মুহাম্মদ জসিম উদ্দিন।
এই ব্যবসায়ীর উদ্যােগে ঢালায় করা সড়কটি চট্টগ্রাম -কাপ্তাই সড়ক সংলগ্ন নোয়াপাড়া পথেরহাট বাজারের মিয়া মার্কেট থেকে শেখ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সংযুক্ত। যা দীর্ঘ ২০ বছর ধরে ক্ষতবিক্ষত অবস্থায় যানবাহন চলাচল অনুপযোগী ও অবহেলিত ছিলো।
শুক্রবার সকালে ঢালায় কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পূর্ণনিমাণের উদ্যােক্তা আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিনের বড় ভাই ব্যবসায়ী আলহাজ মুহাম্মদ রফিক।
অতিথি ছিলেন আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক ব্যবসায়ী আলহাজ মুহাম্মদ মোকতার আহমদ, আলহাজ মুহাম্মদ আবু তাহের, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, সমাজসেবক আহমদুল হক, আলহাজ মুহাম্মদ ইয়াছিন, ফারুকে আজম, ব্যবসায়ী সরোয়ার হোসাইন, আলহাজ মুহাম্মদ মাসুম, প্রকৌশলী নুর আম্বিয়া,
প্রবীণ ব্যবসায়ী আলহাজ আবু বক্কর সওদাগর, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন, ইউপি সদস্য মাসুদ পারভেজ, ব্যবসায়ী বশির উদ্দিন, দিদারুল আলম, এম এ ফয়েজ ও মুহাম্মদ ইউনুছ প্রমুখ।
এতে দোয়া ও মোনাজাত করেন তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ আজিজ উদ্দিন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানাগেছে, বিগত দুই দশকের বেশী সময় ধরে সড়কটির সরকারীভাবে সংস্কার কাজ না করায় স্থানে স্থানে খাদ হয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এতে মানুষ চলাচলেও দুর্ভোগ সৃষ্টি হয়। একারণে গ্রামবাসির আবেদনের প্রেক্ষিতে ওই সড়ক দীর্ঘস্থায়ী টেকসই সড়ক করার উদ্যোগ নেন প্রবাসী ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন।
আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন ফাউন্ডেশন সূত্রে জানাগেছে, সড়কটি পাশে ১৪ থেকে ১৬ ফুট পর্যন্ত প্রশস্ত করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এই সড়ক নির্মাণের কাজ শেষ করা হবে।
এছাড়াও এই প্রবাসীর শতকোটি টাকার অর্থায়ণে আরও ৮ টি সড়ক পূর্ণনির্মাণ করা হচ্ছে। সড়কগুলো হলো নোয়াপাড়া ইউনিয়নের কাপ্তাই সড়কের ইউনুছ ফিলিং স্টেশন এলাকা থেকে কচুখাইন এলাকা, পথেরহাট বাজার থেকে চৌধুরীহাট, চৌধুরীহাট থেকে ঘাটকুল সড়ক, কাপ্তাই সড়কের শীল পাড়া থেকে তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা পর্যন্ত সড়ক, শেখ পাড়া সড়ক এবং চৌধুরীহাট থেকে দক্ষিণ নোয়াপাড়া সড়ক ও পূর্ব কচুখাইন থেকে মিয়া আলী উচ্চ বিদ্যালয় পর্যন্ত সড়ক। এসব সড়ক গুলো গ্রামবাসি আবেদন করে নাম করণ করেছেন প্রবাসী ব্যবসায়ী জসিম উদ্দিনের নামে।

