
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চকরিয়া অংশে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) ভোরে স্থানীয়রা রেললাইনের পাশে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তবে এখন পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষ বা থানা পুলিশ কেউই মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি।
সোমবার ভোরে চকরিয়ার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং নতুন বাজার পাড়া নামক এলাকায় রেললাইনের ওপর ও আশপাশে অজ্ঞাত ওই ব্যক্তির খণ্ডিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। বিষয়টি দ্রুত চকরিয়া থানা পুলিশকে জানানো হয়।
চট্টগ্রামের খবরঃ নিখোঁজের ৩ দিন পর নিজ উঠানের গর্তে মিলল ফকিরের লাশ
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার এই বিষয়ে বলেনঃ
“আজ সকালে রেললাইনের ওপরসহ আশপাশে অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত মরদেহ পড়ে থাকার খবর পেয়েছি। আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানিয়েছি। তারা এসে লাশ উদ্ধারসহ পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করবেন।”
রাউজানের খবরঃ রাউজানে গরুর ফার্মে অস্ত্র-গুলি উদ্ধার: ১৫ মামলার আসামি রিপন গ্রেপ্তার
ওসি মো. তৌহিদুল আনোয়ারের ভাষ্যমতে, এটি নিছক দুর্ঘটনা (ট্রেনের নিচে কাটা পড়া) নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। ঘটনার সঠিক কারণ জানতে ও প্রয়োজনীয় তদন্ত শুরু করতে, সবার আগে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা জরুরি। সেই লক্ষ্যে পুলিশ কাজ করছে।


One thought on “চকরিয়ায় রেললাইনে অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত লাশ: দুর্ঘটনাবশত নাকি অন্যকিছু?”
Comments are closed.