
দীর্ঘ ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইতিহাস সৃষ্টি করল দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমার নেতৃত্বে প্রোটিয়ারা ভারতকে তাদের ঘরের মাঠেই ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়ে দিল। গুয়াহাটি টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতকে মাত্র ১৪০ রানে অলআউট করে দক্ষিণ আফ্রিকা ৪০৮ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয়। এটি রানের হিসাবে টেস্ট ক্রিকেটে ভারতের নিজেদের মাঠে সবচেয়ে বড় পরাজয়।
৫৪৯ রানের প্রায় অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটিং লাইনআপ দাঁড়াতেই পারেনি। আজ মাত্র ৪৮ ওভার ব্যাট করে ১১৩ রান তুলতেই বাকি ৮টি উইকেট হারায় স্বাগতিকরা। দুই ম্যাচের সিরিজে ভারতকে তাদের ঘরের মাঠেই উড়িয়ে দিল প্রোটিয়ারা।
খেলাধুলার সর্বশেষ খবর জানতে ভিজিট করুনঃ খেলাধুলার সর্বশেষ খবর
-
২৫ বছরের অপেক্ষাঃ দক্ষিণ আফ্রিকা সর্বশেষ ২০০০ সালে হান্সি ক্রনিয়ে এর অধিনায়কত্বে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল। ২৫ বছর পর সেই রেকর্ডে যোগ হলো টেম্বা বাভুমার নাম।
-
রেকর্ড পরাজয়ঃ রানের নিরিখে এটি ভারতে টেস্ট ক্রিকেটে ভারতের সবচেয়ে বড় পরাজয়।
-
স্বর্ণালী স্পেলঃ ভারতের দ্বিতীয় ইনিংসে প্রোটিয়া স্পিনার সাইমন হারমার একাই গুঁড়িয়ে দেন ভারতীয় ব্যাটিং অর্ডার। মাত্র ৩৭ রানের বিনিময়ে তিনি ৬ উইকেট শিকার করেন। দুই ইনিংস মিলিয়ে তাঁর শিকার ৯ উইকেট।
পাহাড়সম লক্ষ্য তাড়ার শুরু থেকেই ভারতকে কঠিন সংগ্রামের মুখে পড়তে হয়। ব্যাটিং ব্যর্থতার মাঝে শুধুমাত্র দুই ভারতীয় ক্রিকেটার সামান্য লড়াই করার চেষ্টা করেনঃ
-
রবীন্দ্র জাদেজা: চতুর্থ ইনিংসে তিনিই একমাত্র অর্ধ-শতরানকারী। ৮৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি।
-
সাই সুদর্শন: তিন নম্বরে নেমে মাটি কামড়ে পড়ে থাকার চেষ্টা করেন। কিন্তু ১৩৯ বলে মাত্র ১৪ রানের তাঁর ধীরগতির প্রতিরোধও শেষ পর্যন্ত ব্যর্থ হয়।
ক্রিকেটের সর্বশেষ খবর জানতে ভিজিট করুনঃ ক্রিকেটের সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকার জয়ের মূল স্থপতি সাইমন হারমার। ভারতের মাটিতে তাঁর রেকর্ড রীতিমতো ঈর্ষণীয়। এই টেস্টে ৯ উইকেট নেওয়ার পর ৪ টেস্টে তাঁর মোট উইকেট সংখ্যা দাঁড়াল ২৭। এর মধ্য দিয়ে তিনি দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ডেল স্টেইনকে পেছনে ফেলে ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে নতুন রেকর্ড গড়লেন।
ঘরের মাঠে এ নিয়ে ভারত তাদের সর্বশেষ সাতটি টেস্টের মধ্যে পাঁচটিতেই হারল। ভারতীয় ক্রিকেটের জন্য এই সিরিজ হার নিঃসন্দেহে এক গভীর চিন্তার বিষয়।

