

ফটিকছড়িতে দুই ভাইকে হত্যা: চট্টগ্রামের ফটিকছড়িতে সংঘটিত আলোচিত আপন দুই ভাই হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে তিন জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব–৭। দীর্ঘ এক বছর ধরে পলাতক থাকা এই আসামিদের বুধবার (গত ২৬ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ওসমান গনি মানিক (৫৮), মো. হারুন (৪০) এবং আনোয়ার পাশা বকুল (৬২)।
র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বছরের ৩ সেপ্টেম্বর ফটিকছড়ি এর ফতেহপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। রেজাউল করিমের স্ত্রীর চিৎকারে মুহূর্তেই শতাধিক মানুষ ঘটনাস্থলে জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উত্তেজিত জনতা দেশীয় অস্ত্র নিয়ে রেজাউলের পরিবারের ওপর হামলা চালায়।
আরো পড়ুনঃ ফটিকছড়িতে দুই বাইকের সংঘর্ষে পুলিশের এসআইসহ নিহত ২
এই হামলায় রেজাউলের দুই ভাই জাহাঙ্গীর ও আলমগীর ঘটনাস্থলেই মারা যান, যা এলাকায় তুমুল আলোচনার জন্ম দেয়।
হত্যাকাণ্ডের পর নিহতদের ছোট ভাই মো. রাসেল বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় একজনকে নামীয় এবং প্রায় ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে অভিযুক্তদের ধরতে র্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল।
র্যাব–৭ এর সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন গ্রেপ্তার অভিযানের বিষয়ে বলেন:
“গোপন তথ্যের ভিত্তিতে বুধবার হাটহাজারীর ফটিকা কামাল এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ওসমান গনি মানিককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কড়িয়ার দিঘী এলাকা থেকে মো. হারুন ও আনোয়ার পাশা বকুলকে গ্রেপ্তার করা হয়।”
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনি পদক্ষেপের জন্য ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব নিশ্চিত করেছে।


One thought on “ফটিকছড়িতে দুই ভাইকে হত্যা: ৩ পলাতক আসামি গ্রেপ্তার করলো র্যাব”
Comments are closed.