হালদা নদীতে অভিযান : ৭ হাজার মিটার ভাসাজাল জব্দ, ৩ জনকে অর্থদণ্ড

দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অবৈধ মৎস্য শিকার রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। অভিযানে প্রায় ৭ হাজার মিটার ভাসাজাল জব্দ করা হয়েছে এবং ৩ জন অবৈধ শিকারীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১:৩০ ঘটিকা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাউজান উপজেলা প্রশাসন এই মোবাইল কোর্ট পরিচালনা করে।

অভিযান পরিচালনা:

  • নেতৃত্বে: রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ।

  • সহযোগিতায়:

    • রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম।

    • বোয়ালখালীর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাঈম হোসেন।

    • নৌ পুলিশের এএসআই রমজান আলী ও সঙ্গীয় ফোর্স।

    • হালদা পাহারাদার দল।

জব্দ ও দণ্ড:

  • অঞ্চল: হালদা নদীর ছাত্তারঘাট এলাকা থেকে কালুরঘাট সেতু পর্যন্ত।

  • জব্দকৃত সামগ্রী: প্রায় ৭০০০ মিটার অবৈধ ভাসাজাল।

  • আটক: ৩ জন অবৈধ মৎস্য শিকারী।

  • দণ্ড: ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত ৩ জনকে সতর্কতামূলক হিসেবে ১৫০০ টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুনঃ হালদা নদীতে ৭৫০ কেজি মাছের পোনা অবমুক্ত

অভিযান প্রসঙ্গে রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম জানানঃ

“হালদা নদীর প্রাকৃতিক প্রজননক্ষেত্রের সুরক্ষা ও সংরক্ষণে রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। নদীর জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের এই কঠোর অবস্থান হালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

AL Sheraz