

রাউজান নিউজ ডেক্স :
রাউজানে বসতঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে অগ্নিসংযোগের ঘটনাকে চরম মানবতাবিরোধী ও নৃশংস অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে গণসংহতি আন্দোলন। এই ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
২৫ ডিসেম্বর দুপুরে সুলতানপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে দেখা করতে গিয়ে রাউজানে গণসংহতি আন্দোলেনের নেতৃবন্দরা এই আহবান জানানো হয়।
গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, মানুষের ঘরে তালা লাগিয়ে আগুন দেওয়া শুধু অপরাধ নয়—এটি সরাসরি মানুষ হত্যার চেষ্টা। এ ধরনের ঘটনা রাউজানসহ সারা অঞ্চলের মানুষের নিরাপত্তাহীনতার ভয়াবহ চিত্র তুলে ধরছে। অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালে সাধারণ মানুষের জীবন ও সম্পদ কোনোভাবেই নিরাপদ থাকতে পারে না।
নেতৃবৃন্দ অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলোর নিরাপত্তা ও ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। একই সঙ্গে তারা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর ভূমিকা দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম -৬ আসনের গণসংহতির আন্দোলনের মনোনিত প্রার্থী নাসির উদ্দীন তালুকদার। গণসংগতি আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শুভাশিষ ভট্টাচার্য, খালেদ আহম্মেদ, এ্যাডভোকোট সাহাদৎ হোসেন মানিক, মোরশেদ আলম, ইঞ্জিনিয়ার উত্তম দাশ, সাজ্জাদ হোসেন।
গণসংহতি আন্দোলন স্পষ্ট করে জানায়, জনগণের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই ধরনের সহিংসতা ও অপরাধের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে।

