রাউজানে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করেছে র‍্যাব

AL Sheraz

রাউজান নিউজ ডেক্স :

 রাউজানে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করেছে র‍্যাব। শুক্রবার (২ জানুয়ারি) ভোরে উপজেলার ১৩ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিরামিষ পাড়া এলাকা থেকে পাইপগান ও কার্তুজ উদ্ধার করা হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, ওই এলাকার জানে আলমের বাড়ির দক্ষিণ পাশে এবং ইঞ্জিনিয়ার ইব্রাহিম সাহেবের বাড়ির উত্তর পাশে একটি সাদা প্লাস্টিকের শপিং ব্যাগে অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় মোড়ানো ছিল। সেখান থেকে ১টি পাইপগান ও ১২ বোর শিশার ১টি কার্তুজ জব্দ করে র‍্যাব।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগু পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

AL Sheraz
AL Sheraz