

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় খেজুর গাছের ডালপালাকে কেন্দ্র করে এক তুচ্ছ ঘটনায় সামশুল আলম (৫৫) নামে এক গাছিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার সরফভাটা ইউনিয়নের হাজারীখীল গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত সামশুল আলম উপজেলার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মীরেরখীল গ্রামের মো. ইউসুফের ছেলে। পেশায় তিনি একজন গাছি ছিলেন।
রাউজানে নিজ বাড়ির কাছে যুবদল নেতাকে গুলি করে হত্যা
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে:
গতকাল শুক্রবার বিকেলে সামশুল আলম প্রতিদিনের মতো খেজুর গাছ থেকে রস সংগ্রহের জন্য হাঁড়ি বসাতে যান। এ সময় গাছের কিছু ডালপালা পাশের জমিতে পড়াকে কেন্দ্র করে ওই জমির বর্গাচাষি মো. মোজাম্মেলের সাথে তাঁর কথা কাটাকাটি হয়। তর্কের একপর্যায়ে মোজাম্মেল উত্তেজিত হয়ে ধারালো দা দিয়ে সামশুল আলমের মাথায় আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অভিযুক্ত মো. মোজাম্মেল একই ইউনিয়নের পশ্চিম সরফভাটা ৪ নম্বর ওয়ার্ড কান্দেরকূল এলাকার বাসিন্দা ছালেহ আহমদের ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন,
“অভিযুক্ত মোজাম্মেলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং দ্রুতই আসামিকে আইনের আওতায় আনা হবে।”

