রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন

AL Sheraz
রা্উজান নিউজ ডেক্স .
রাউজানে জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সংগঠন রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও ২০২৬ সালের বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠান বুধবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
দুই পর্বে বিভক্ত এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা সদরের জলিলনগর পৌর বাণিজ্যিক ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত রাউজান প্রেসক্লাব কার্যালয়ে।
প্রথম পর্বে নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের বিদায়ী সভাপতি মাওলানা বেলাল উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক ও সংযুক্ত আরব আমিরাতের সময় টিভির প্রতিনিধি শিবলী আল সাদিক। শপথ বাক্য পাঠ করান সংগঠনের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক মীর আসলাম।
দ্বিতীয় পর্বে ২০২৬ সালের বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক অংছিং মারমা। নবনির্বাচিত সভাপতি প্রদীপ শীলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় অনুষ্ঠিত এ অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম, দৈনিক প্রিয় সময় পত্রিকার সম্পাদক এস. এম. শহিদুল্লাহ রনি এবং বাংলাদেশ প্রেস ক্লাব, সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা সভাপতি শিবলী আল সাদিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, বিদায়ী সভাপতি মাওলানা এম. বেলাল উদ্দীন, সভাপতি প্রদীপ শীল, সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, রাউজান থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল মামুন, সাংবাদিক হাবিবুর রহমান, এস. এম. ইউছুপ উদ্দিন, গাজী জয়নাল আবেদীন যুবাইয়ের, রমজান আলী, কামাল হাবিবী, জিষু সেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার থাকতে হবে। রাউজান প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
AL Sheraz
AL Sheraz