Disclaimer (দাবিত্যাগ)

Disclaimer for Raozan News

রাউজান নিউজ (raozannews.com)-এ প্রকাশিত সকল সংবাদ এবং তথ্য কেবলমাত্র সাধারণ তথ্যের উদ্দেশ্যে সরবরাহ করা হয়েছে। আমরা এই তথ্যের সম্পূর্ণতা, নির্ভুলতা এবং নির্ভরযোগ্যতা সম্পর্কে কোনো গ্যারান্টি প্রদান করি না।

১. সংবাদের সত্যতা: আমরা সর্বোচ্চ চেষ্টা করি প্রতিটি খবরের সত্যতা নিশ্চিত করতে। তবে দ্রুত পরিবর্তনশীল ঘটনার ক্ষেত্রে অনেক সময় তথ্যের আংশিক পরিবর্তন হতে পারে। এই সাইটের তথ্যের ওপর ভিত্তি করে কোনো পদক্ষেপ গ্রহণ করার আগে পাঠকদের নিজস্ব বিচার-বুদ্ধি ব্যবহারের পরামর্শ দেওয়া হলো।

২. বহিঃস্থ লিঙ্ক (External Links): আমাদের ওয়েবসাইটে বিভিন্ন সংবাদের প্রয়োজনে বাইরের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকতে পারে। সেই সকল সাইটের বিষয়বস্তু বা গোপনীয়তা নীতির ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।

৩. মন্তব্য (Comments): নিউজ কমেন্ট বক্সে পাঠকদের মন্তব্যের জন্য রাউজান নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়। আপত্তিকর বা আইন পরিপন্থী কোনো মন্তব্য মুছে ফেলার অধিকার আমরা সংরক্ষণ করি।

৪. আইনি ঘোষণা: রাউজান নিউজ বাংলাদেশ সরকারের প্রচলিত আইন মেনে পরিচালিত হয়। সংবাদের কোনো বিষয়ে আপত্তি থাকলে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে আমরা তা সংশোধনে প্রতিশ্রুতিবদ্ধ।