আবুধাবিতে প্রথম মন্দির উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদি

Pioneer

 

মোহাম্মদ ওসমান চৌধুরী – ইউ এ ই প্রতিনিধিঃ আবুধাবিতে প্রথম মন্দির উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদি – ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে এসে পৌঁছেছেন। সফরের দ্বিতীয় দিন বুধবার (১৪ ফেব্রুয়ারি) তিনি আমিরাতের রাজধানী আবুধাবিতে দেশটির ইতিহাসে প্রথম মন্দির উদ্বোধন করেছেন। ভারতের প্রধানমন্ত্রী বুধবার মন্দির উদ্বোধনের আগের দিন মঙ্গলবার একই শহরে প্রবাসী ভারতীয়দের মধ্যে বক্তৃতা দিয়েছেন। আবুধাবিতে বিএপিএস নামের মন্দিরটির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

আরো পড়ুনঃ নিবন্ধনকারী হজযাত্রীদের বকেয়া টাকা ২০ ফেব্রুয়ারির মধ্যে জমাদানের নির্দেশ

আবুধাবির জায়েদ স্পোর্টস সিটিতে মোদির বক্তৃতা আয়োজন করা হয়েছে । ‘আহলান মোদি’ বা স্বাগতম মোদি নামের এ অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে ৬৫ হাজারের বেশি মানুষ রেজিস্ট্রেশন করেছেন। কিন্তু প্রতিকূল আহ্বাওয়ার কারণে ৩৫ থেকে ৪০ হাজার মানুষ উপস্থিত হতে দেখা গিয়েছে। অনুষ্ঠানে নানা ধরনের আরব আমিরাতের নানা সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

নরেন্দ্র মোদি

জানা গেছে, ওয়ার্ল্ড গভার্নমেন্ট সামিকে ২০২৪-এ যোগ দিতে আমিরাত যাচ্ছেন মোদি। এ শীর্ষ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা রাখবেন তিনি। সফরে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী। তারা দুই দেশের দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্কগুলো নিয়ে কথা বলবেন। তাছাড়া আঞ্চলিক ও বিভিন্ন বিশ্ব পরিস্থিতি নিয়েও তারা আলোচনা করবেন।

পরবর্তীতে আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গেও বৈঠক করবেন মোদি। আল মাকতুম আমিরাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করেন। আমিরাতে ২০১৫ সালে প্রথম রাষ্ট্রীয় সফরে যান মোদি। এরপর মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশটিতে এটি মোদির সপ্তম সফর। দেশটিতে মোদির এত বেশি সফর দুই দেশের শক্তিশালী সম্পর্কের ইঙ্গিত দেয়।

AL Sheraz