
গতকাল সোমবার মধ্যরাতের পর দেশের কয়েকটি স্থান, বিশেষ করে চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯ (চার দশমিক নয়)।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভূমিকম্পটি সংঘটিত হয়েছে রাত ১২টা ৫৫ মিনিট ১৬ সেকেন্ডে।
চট্টগ্রামের সকল খবর সবার আগে পেতে ভিজিট করুনঃ চট্টগ্রামের খবর
মাত্রা: রিখটার স্কেলে ৪.৯
উৎপত্তিস্থল: এটি ছিল ঢাকা থেকে ৪৩১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত মিয়ানমারের মিনজিনে।
এই মৃদু ভূকম্পনে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রধান সম্পাদকঃ মীর আসলাম, সম্পাদক ও প্রকাশকঃ কামরুল ইসলাম বাবু, নির্বাহী সম্পাদকঃ মোঃ ওসমান গনি