গাউসিয়া কমিটি ছামিদর খোয়াং শাখার উদ্যোগে আজিমুশ্শান মিলাদ মাহফিল

Raozan IT

গাউসিয়া কমিটি ছামিদর খোয়াং শাখা, এলাকাবাসী ও প্রবাসীবৃন্দের উদ্যোগে পবিত্র মিরাজুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও আমিরুল মু’মিনীন, খলিফাতুর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম), হযরত সৈয়্যদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তা’আলা আনহু, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তা’আলা আনহু, খাজা গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি ও ইমামে শেরে বাংলা রহমতুল্লাহি আলাইহি’র ওরশ উদযাপন উপলক্ষে ২০ জানুয়ারি রোজ সোমবার ছামিদর খোয়াং গাউসিয়া ঈদগাহ ময়দানে আজিমুশ্শান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বাদে আছর হতে খতমে গাউছিয়া শরীফের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শুরু হয়। গাউছিয়া শরীফ পরিচালনা করেন বলুয়ার দিঘীর পাড় খানকা-এ কাদেরীয়া তৈয়বীয়ার পেশ ইমাম হাফেজ আবুল হোসাইন। বাদে মাগরিব হতে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করা হয়। নাত পরিবেশনায় ছিলেন শায়ের মুহাম্মদ তৈয়ব রেযা কাদেরী ও শায়ের হাফেজ মুহাম্মদ নুর নবী কাদেরী।

আরো পড়ুনঃ  গাউসুল আজম মাইজভাণ্ডারী স্মারক সেমিনার ও জ্ঞানভাণ্ডার প্রকাশনার লেখক সম্মাননা

মুহাম্মদ রাশেদ ও তৌহিদ উল্লাহ এর যৌথ সঞ্চলনায় ও বিশিষ্ট সমাজ সেবক, গাউসিয়া কমিটি বাংলাদেশ ছামিদর খোয়াং শাখার সভাপতি আলহাজ্ব ডাক্তার মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ছামিদর খোয়াং কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব হযরত মাওলানা রেজাউল করিম আল-কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উড়িরচর নোয়াখালী ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ এনাম রেজা আল-কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম খাগড়াছড়ি মাটিরাঙা জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মুহাম্মদ মামুনুর রশীদ নুরী মাদ্দাজিল্লুহুল আলী।

উক্ত মাহফিলে সালামী পেশ করেন ছামিদর খোয়াং কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মুহাম্মদ মনজুরুল ইসলাম। মাহফিলে এলাকার গণমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ওলামায়ে কেরাম, প্রবাসীবৃন্দ ও শত শত আশেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। সবশেষে বিশ্বের সকল মুসলিম উম্মাহের শান্তি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত ও তবরুক বিতরণের মধ্য দিয়ে উক্ত আজিমুশ্শান মিলাদ মাহফিল সুসম্পন্ন হয়।

AL Sheraz