চবি শিক্ষার্থীর ভুয়া পরিচয়ে দীর্ঘদিন ঘোরাফেরা ও হয়রানি: হাতেনাতে আটক যুবক

চবি শিক্ষার্থীর ভুয়া পরিচয়ে দীর্ঘদিন ঘোরাফেরা ও হয়রানি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নিজেকে শিক্ষার্থী পরিচয়ে ঘোরাফেরা এবং চ্যাটিংয়ের মাধ্যমে হয়রানির অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে শনাক্ত করার পর প্রক্টরিয়াল বডি এবং নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেয়।

আটককৃত ব্যক্তির নাম মিনহাজ ইসলাম রিফাত। তিনি নিজেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে দাবি করতেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে জিরো পয়েন্ট পুলিশ বক্সে নিয়ে গেলে তাকে প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে সোপর্দ করা হয়।

চট্টগ্রামের খবর সবার আগে পেতে ভিজিট করুনঃ চট্টগ্রামের খবর

সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন এই আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন:

“আমরা তাকে আটক করেছি এবং সে ভুয়া শিক্ষার্থী এটা নিশ্চিত হওয়া গেছে।”

অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা জানান, মিনহাজ ইসলাম রিফাত দীর্ঘদিন ধরে অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পরিচয়ে ঘোরাফেরা করছিলেন। অভিযোগ রয়েছে, তিনি বিভাগের সিনিয়র নারী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য পাঠানোসহ অনেকের সঙ্গে মেসেজে কথোপকথন করতেন।

অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও শ্রেণি প্রতিনিধি (CR) সৃজিতা বলেন:

“আমরা অনেক আগে থেকেই তার ব্যাপারে শুনে আসছি। সে আমাদের ব্যাচের শিক্ষার্থী দাবি করলেও আমি সিআর হওয়ায় সবাইকে চিনি এবং বুঝতে পারি যে সে ভুয়া। আজ তাকে আমরা হাতেনাতে ধরেছি।”

আটককৃত মিনহাজ ইসলাম রিফাতের কাছ থেকে পাওয়া একটি পরিচয়পত্র অনুযায়ী, তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আর এইচ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত। সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন এই তথ্য নিশ্চিত করেছেন।

সহকারী প্রক্টর আরও জানান:

“ওই ভুয়া শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিল। আমরা আশঙ্কা করছি, সে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসব কাজ করছে।”

আটককৃত যুবককে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় নিরাপত্তা দপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

AL Sheraz