সড়ক দুর্ঘটনা – কার ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ – ব্রাহ্মণহাট গংজ্ঞা মন্দির এর পাশে কার ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিনজিতে থাকা ৪ জন পেসিঞ্জার গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে বিকাল ১০ আগস্ট বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৫ টার দিকে কাপ্তাই সড়কে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ব্রাহ্মণ হাটের গংজ্ঞা মন্দিরের পাশে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান কার ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা সিনজিকে ধাক্কা দিলে সিএনজিটি পাশে থাকা খাদে পড়ে যায় এবং দুর্ঘটনা ঘটার সাথে সাথে কার ড্রাইভার পালিয়ে যায়।
দুর্ঘটনা ঘটার সাথে সাথে স্থানীয়রা খাদে নেমে পানি থেকে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেছে। তার মধ্যে সিনজিতে থাকা পঞ্চাশ উর্ধ একব্যক্তির অবস্থা খুবি আশঙ্কা জনক।উদ্ধারকারী সুমন রাউজান নিউজকে জানান তিনি জাল দিয়ে মাছ ধরছেন এমন সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পান এবং সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান এবং পানিতে পড়ে যাওয়া সিএনজি থেকে আহতদের উদ্ধার করেন।
রাউজানের সকল খবর সবার আগে পেতে ক্লিক করুনঃ রাউজানের খবর
তিনি আরো বলেন সিএনজিতে থাকা চারজনের মধ্যে একজনের হাত ও পা ভেঙে যায় এবং গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
One thought on “সড়ক দুর্ঘটনা – কার ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ”
Comments are closed.