রাউজানে ব্যবসায়ীর পিকআপ চুরি

Raozan IT

রাউজান: চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া থেকে রাতের আঁধারে এক ব্যবসায়ীর পিক আপ চুরির ঘটনা ঘটেছে।

গত সোমবার দিবাগত রাতে নোয়াপাড়া ১নম্বর ওয়ার্ডের সেলিম মেনশনের সামনে থেকে পিকআপটি (চট্টমেট্রো-ন-১১-৭৪৭৩) চুরি হয়।

ভোক্তভোগী ব্যবসায়ী মো. শওকত ওসমান বাদী হয়ে গতকাল ২২ মে রাউজান থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও ব্যবসায়ীর ভাষ্যমতে জানা যায়, প্রতিদিনের মত তার ড্রাইভার ঘটনার দিন সকালে গাড়ি নিয়ে বের হন এবং রাতে দিকে বাড়িতে রেখে চলে যান। পরে রাতেই কোন এক সময়ে চোরের দল বাড়ির গেইটের ভেতর থেকে কৌশলে গাড়িটি চুরি করে।

সিসিটিভির ফুটেজে দেখা যায় বাড়ির গেইট খোলা থেকে  শুরু করে গাড়ি বের করা পর্যন্ত মাত্র কয়েক মিনিট সময় নেয় চোর। গাড়ি এবং গেইটের চাবী নির্দিষ্ট হওয়ায় গাড়ি চালানো সংশ্লিষ্ট ব্যক্তি এতে জড়িত থাকতে পারে বলে মনে করছেন অনেকেই। বিষয়টি অভিযোগেও উল্লেখ করেন ঐ ব্যবসায়ী।

ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই সাদ্দাম হোসাইন বলেন, আমরা চোরকে সনাক্ত করতে কাজ করছি। এবিষয়ে তদন্ত চলামান আছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এবি/হামজা

AL Sheraz