রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযান ৪ দোকানীকে নয় হাজার টাকা জরিমানা

Pioneer

রাউজান নিউজ ডেক্স ঃ
রাউজানে পবিত্র রমজানে ভোক্তদের জিম্মী করে পণ্যের দাম বাড়িয়ে দেয়ার বিরুদ্ধে অভিযানে নেমেছে  উপজেলা প্রশাসন।

সোমবার (১৮ মার্চ) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম অভিযান পরিচালনা করেন উপজেলা সদরের ফকিরহাটে। এসময় তিনি দোকানে মূল্যতালিকা না টাঙ্গানো ও বেশি দামে পণ্য বিক্রির অপরাধে ৪ দোকানীকে ৯ হাজার টাকা জরিমানা করেন। এই অভিযান চলে সকাল থেকে দুপুর পর্যন্ত।

এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন রাউজান উপজেলার প্রাণি সম্পদ কর্মকর্তা জয়িতা বসু, স্যানিটারি ইন্সপেক্টর আতিকুর রহমান ও রাউজান থানা পুলিশের একটা টিম।

অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম বলেছেন দোকানে মূল্যতালিকা না থাকলে আর বেশি দামে পণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এই অভিযান চলমান থাকবে। এর আগের দিন অভিযান চালানো হয় নোয়াজিশপুর নতুন হাটে।

AL Sheraz